রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসান ওরফে হাসান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি করছে, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৭ মে) ভোরে মহানগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
রাসেল/