মাদকবিরোধী অভিযানে রাজশাহীতে একজন নিহতের খবর জানিয়েছে পুলিশ।
নগরীর জাহাজঘাট এলাকায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন আলোকে (৪৫) মাদক ব্যবসায়ী বলছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তিনি মৃত মুক্তার আলীর ছেলে ও নগরীর ডাশমারী, বিনোদপুর, মতিহার থানার ২৯ ওয়ার্ডের বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের ভাষ্য, গোপন সূত্রে মাদক কেনাবেচা চলছে এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাতে নগরীর জাহাজঘাট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
এসময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেন আলোকে উদ্ধার করে পুলিশ।
পরে আলোকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছে।
পুলিশ বলছে, কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী আলোর লোকজন ডিবি পুলিশের ওপর হামলা করে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় আলোকে।
আজকের বাজার/এমএইচ