রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। জেলার চারঘাট এলাকায় 'বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এতে র্যাবের ৪ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, গোপনসূত্রে আমরা খবর পাই, চারঘাটের রাওথা এলাকার একটি আম বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। পরে আমরা সেখানে উপস্থিত হলে ডাকাতরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালালে একজনকে আহত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আহত ডাকাত দলের সদস্যকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ সেখানেই রাখা হয়েছে।
চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
রাসেল/