রাজশাহীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় ১ বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ মে) সকালে সুলতানগঞ্জের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদা বেগম (৬০)। তিনি গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর পুলিশপাড়া গ্রামের ইসরাইলের স্ত্রী।

গোদাগাড়ী মডেল থানার এসআই আলী আকবর জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাশেদা বেগম কিস্তির টাকা পরিশোধ করতে সুলতানগঞ্জ করিডোরের সিরিয়াল অফিসের কাছে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আজকের বাজার/একেএ