রাজশাহীর পুঠিয়ায় বাস উল্টে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।
রোববার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলপুকুর বিজিবি চেকপোস্টের কাছে বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রূপা এন্টারপ্রাইজ নামের ওই বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বেলপুকুর বিজিবি চেকপোস্ট পার হতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাম পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ২১ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ