গত মে মাসে রাজশাহী অঞ্চলে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেছে রাষ্ট্রীয় মাননিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই ।
এতে ২৮ মামলায় এক লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, মে মাসে রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অনিয়ম ধরা পড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮টি মামলায় এক লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই-এর মান সনদ না থাকা, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপির দায়ে এসব মামলা হয়েছে।
বিএসটিআই রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী সেলিম রেজা বলেন, ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫’ এবং ‘দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২’ এর আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’
সেলিম রেজা আরও বলেন, এ অভিযানের ফলে রাজশাহীতে আইন অমান্য করার প্রবণতা অনেকটা কমেছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আজকের বাজার/লাবণ্য