রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ দোকানের বিদ্যুতের তারে জড়িয়ে জসিম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জসিম জৈটাবটতলা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
স্থানীয়রা জানান, নিজের দোকানে বিদ্যুতের কাজ করছিলেন জসিম। এ সময় মেঝেতে থাকা পানির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ