রাজশাহীর গোদাগাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জমজ এক ভাইয়ের বিরুদ্ধে অন্য ভাইকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।
বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদম শহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শান্ত আলী (২৫) উপজেলার কদম শহর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে। আহত অন্যজন নিহতের জমজ ভাই মো. স্বপন আলী (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জমজ দুই ভাই শান্ত আলী ও স্বপন আলীর ভেতর মারামারি শুরু হয়। একপর্যায়ে একে অপরকে ছুরিকাঘাত করে। এতে দুজনেই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তকে মৃত ঘোষণা করে। আহত স্বপন আলী রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।
তিনি বলেন, নিহত শান্তর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আজকের বাজার /ফজলুর রহমান