রাজশাহীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৩১ মে) দিবাগত রাতে রাজশাহী মহানগর ও জেলা পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ ৪২ জনকে গ্রেফতার করেছে। এছাড়া আরও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান পুলিশের এ দুই কর্মকর্তা।
আজকের বাজার/একেএ