রাজশাহীর গোদাগাড়ীতে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার চর আষাঢ়িয়াদহ সীমান্ত থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মতিউর রহমান মতি (৩০)। তিনি উপজেলার চর কানাপাড়া এলাকার আনিসের ছেলে এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
জানা যায়, আষাঢ়িয়াদহ সীমান্তে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। দুপক্ষের গোলাগুলিতে মতি গুলিবিদ্ধ হন।
এরপর সোমবার ভোরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, মতির দুই পায়ে গুলির আঘাত আছে।
পুলিশ জানিয়েছে, মতি গোদাগাড়ী সীমান্ত এলাকায় মাদক ব্যবসা করতেন।
আজকের বাজার/একেএ