রাজশাহীর তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের কৃষক ইয়ার উদ্দীন মেরু বাড়ি থেকে গোখরা সাপ ও তার ৩০টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাতে মাটি খুঁড়ে সাপগুলি বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার উদ্দীন নিজ ঘরের মেঝের একপাশে গোখরা সাপ দেখতে পান। সাপ ঘরের মধ্যে একটি গর্তে লুকিয়ে যায়। এরপর পরিবারের লোকজন মাটি খুঁড়তে শুরু করেন। এ সময় গর্ত থেকে একে একে বেরিয়ে আসে সাপসহ ৩০টি বাচ্চা। পরে সবগুলোকেই পিটিয়ে মেরে ফেলা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৬ জুলাই তানোর উপজেলার ভদ্রখণ্ড গ্রামের কৃষক আক্কাস আলীর বাড়িতে মেলে ১২৫টি গোখরার বাচ্চা। পাওয়া যায় ১৩টি ডিমও।
আজকের বাজার/একেএ