রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আসন্ন সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এদের মধ্যে মেয়র পদে ছয়জন ও কাউন্সিলর পদে ২২২ জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন। খবর ইউএনবি।
সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। এর মধ্যে পাঁচজন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থী।
মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মনোনীত মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলনের সফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৭০ এবং ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ