রাজশাহীর তানোর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়াবুড়িতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তানোর উপজেলার চিন্না গ্রামের জলুস মন্ডলের ছেলে রিয়াজ উদ্দিন(৫৫)ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার টগরইল গ্রামের সলিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান(৪৫)।
তানোর থানার পরিদর্শক(তদন্ত)রাকিবুল হাসান জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী বাসটি তানোর উপজেলার মুন্ডুমালা যাচ্ছিল। বুড়াবুড়িতলায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটি উল্টে গিয়ে দুজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান