রাজশাহীতে যুবলীগ নেতাসহ চার মাদকসেবী আটক

প্রতীকী ছবি
রাজশাহীর তানোর উপজেলায় যুবলীগের নেতাসহ চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও জিওল গ্রামের আনছার আলী মণ্ডলের ছেলে মাসুদ রানা (৩৮), একই গ্রামের জব্বার মণ্ডলের ছেলে হেলাল মণ্ডল (৩০), হামেদ কারিগরের ছেলে আলামিন হোসেন (২০), মোসলেমের ছেলে আরশেদুল কারিগর (৩২)। শুক্রবার রাতে  তাদেরকে তানোর পৌর এলাকার জিওল বাজার থেকে আটক করা হয়।
তানোর থানার এস আই সাইফুল ইসলাম জানান, তানোর পৌর এলাকার জিওল বাজারে শুক্রবার দিবাগত রাতে যুবলীগ নেতা মাসুদরানাসহ চার মাদকসেবীরা নেশাগ্রস্ত অবস্থায় পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে পথমধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরে স্থানীরা থানায় জানালে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবলীগ নেতাসহ চার মাদকসেবীকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ