রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন- ঢাকা সাভার এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম(১৮)। নিহতরা থাই গ্লাসের দোকানের শ্রমিক ছিলেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, রাজাবাড়ী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান