রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৯ যাত্রী।
বুধবার ১৩ ডিসেম্বর সকালে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে শুভ (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মশলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী আছিয়া বেগম (৬৫)।
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে হৃদয় ট্রাভেলসের সহকারী শুভ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আছিয়া।
পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আজকের বাজার: আরআর/ ১৩ ডিসেম্বর ২০১৭