রাজশাহীতে হাঁস নিয়ে ঝগড়া পরে খুন

রাজশাহীতে হাঁস নিয়ে ঝগড়ার জের ধরে সিদ্দিকুর রহমান নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই আবদুর রাজ্জাক। সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাঘহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমানের ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাঁসের বাচ্চাটি মারা যাওয়ায় ঝগড়ার সূত্রপাত ঘটে। সিদ্দিকুর রহমান বাঘহাটা মহল্লার আবদুল করিমের ছেলে। ঘটনার পর থেকে আবদুর রাজ্জাক পলাতক রয়েছেন। পুলিশ তার বাবা ও ছোট ভাইকে আটক করেছে।

রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হচ্ছিলেন সিদ্দিকুর। এ সময় তার ভ্যানের চাপায় একটি হাঁসের বাচ্চা মারা যায়। এ নিয়ে সিদ্দিকুর ও আবদুর রাজ্জাকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রাজ্জাক বাঁশ দিয়ে সিদ্দিকুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর/