রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।
রোববার (৩ জুন) ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম সেরাজুল ইসলাম দারগা (৪২)। তিনি গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে।
আর্মড ব্যাটালিয়ন পুলিশের এসআই আতাউর রহমান বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সুলতানগঞ্জ বাজারে শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল গতিরোধ করে সেরাজুলকে দাঁড়াতে বলেন। পরে মোটরসাইকেল ফেলে দৌড় দিয়ে পালানোর সময় তাকে ধরে দেহ তল্লাশি ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়। মোটরসাইকেল ও হেরোইনসহ সেরাজুলকে আটক করা হয়।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সেরাজুল দীর্ঘ ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হেরোইন ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে হেরোইনসহ আটক তাকে করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি জাহাঙ্গীর আলম।
আজকের বাজার/একেএ