রাজশাহীর পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়ায় অভিযান চালিয়ে চার জঙ্গি সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকালে র্যাব-৫ এর মিডিয়াসেল থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
র্যাবের অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুল আলম। তিনি জানান, সোমবার রাতে পুঠিয়ার ভরুয়াপাড়া বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে পুঠিয়ার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
আজকের বাজার: আরআর/ ২৬ ডিসেম্বর ২০১৭