রাজশাহীর তানোর উপজেলায় ৫ কেজি গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশ্যান ব্যাটেলিয়ান (র্যাব-৫)। রোববার (১৩ মে) দুপুরে তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সোহরাব এর ছেলে সিরাজুল ইসলাম (৪২)।
জানা যায়, র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের বাবুলডাং নামক স্থান থেকে শনিবার দিবাগত রাতে সিরাজুলকে ৫ কেজি গাঁজাসহ আটক করে। পরে র্যাব আজ দুপুরে তাকে তানোর থানায় হস্তান্তর করেন।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ