রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
রোববার ৩০ জুলাই বেলা ১১টায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এবং এসিআই এগ্রি বিজনেস'র ব্যবস্থপনা পরিচালক ড. এফ এইচ আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, কাকন হাট পৌর মেয়র আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বায়েজিদ হোসেন ওয়েছি।
অতিথিরা ফলদ ও বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ৫ দিনব্যাপী এ মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আজকের বাজার: আরআর/ ৩১ জুলাই ২০১৭