রাজশাহীর পুঠিয়ায় ৯০৭ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝলমলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জামালপুর জেলার শরিষাবড়ি উপজেলার রায়দেরপাড়া বালিয়া এলাকার আলমগীর হোসেন (২৮) ও রাজশাহী নগরীর হাদিরমোড় এলাকার আরিফ হোসেন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) একটি দল ঝলমলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আম বোঝাই ট্রাকটি জব্দ করে। গ্রেফতার করে ওই দুজনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেন। পরে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয় র্যাব।
আজকের বাজার/একেএ