বিপিএলের প্রতি আসরে ভালো দল গড়েও শিরোপার দেখা পায় না রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি। প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর দাপট দেখানোর পর বিপিএলের তৃতীয় আসর থেকে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছে রাজশাহী কিংস। এ বছর চ্যাম্পিয়ন হওয়ার আশায় বেশ ভালো গড়েছে এই ফ্র্যাঞ্চাইজি।
দলে দেশি ক্রিকেটারদের সমৃদ্ধ তালিকায় অন্যতম নাম ফরহাদ রেজা। একসময় জাতীয় দল মাতানো এই অলরাউন্ডার বর্তমানে ঘরোয়া লিগে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। রোববার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলনকালে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় জানান তার বিপিএল ভাবনা সম্পর্কে।
পঞ্চম বিপিএলে রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিক। তাকে পাওয়ায় দলকে ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ মনে করছেন ফরহাদ রেজা।
তিনি বলেন, ‘এ বছর মুশফিক আসাতে আমাদের দল আরও ব্যালান্সড হয়েছে। কেননা সে বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান। আমাদের জন্য অনেক কিছু করে দেবে।’
রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতা অধিনায়ক ড্যারেন স্যামিকে। ফরহাদ রেজা তাকে আখ্যা দিচ্ছেন ‘গ্রেট প্লেয়ার’ হিসেবে- ‘স্যামি একজন গ্রেট প্লেয়ার। সফল অধিনায়কও। কেননা ও ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-২০ বিশ্বকাপ জিতিয়েছে। সে খুব ভালো মানুষ। দলকে আগলে রাখতে পারে।’
মাশরাফির পর দেশের সেরা পেসার বিবেচনা করা হয় যাকে, সেই মুস্তাফিজুর রহমানও এবার রাজশাহী কিংসের ডেরায়। তবে দক্ষিণ আফ্রিকা সফরে প্রাপ্ত ইনজুরি বেশ ভোগাচ্ছে তাকে। ইনজুরি সারিয়ে তরুণ ক্রিকেটার কবে ফিরবেন মাঠে, এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। মুস্তাফিজ প্রসঙ্গে ফরহাদ রেজা বলেন, ‘ও বাংলাদেশের অনেক বড় একজন প্লেয়ার, যে একাই ম্যাচ জেতাতে পারে। সে আমাদের দলে আসাতে খুবই ভালো হয়েছে। তবে আমরা ওকে মিস করবো। যত তাড়াতাড়ি রিকভারি করে দলে আসতে পারে ততই ভালো।’
দল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিদেশি প্লেয়ার বেশি হওয়াতে সব দলই অনেক ভালো হয়ে গেছে। আর প্রতিদ্বন্দ্বিতাটাও অনেক বেশি। তাই চেষ্টা করবো গত বছর যেভাবে শুরু করেছি ওভাবেই যদি শুরু করতে পারি. দেখা যাক কতদূর যাওয়া যায়।’
আজকের বাজার : সালি / ৩০ অক্টোবর ২০১৭