রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান মন্টুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, গত রবিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় মন্টুকে।
আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠান। আজ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলাটি তদন্ত করছেন বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সকাল পৌনে ১১টায় রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় বিএনপির নির্বাচনী পথসভায় পরপর তিনটি হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ পাঁচজন আহত হন।
ওইদিন রাতেই নগরীর বোয়ালিয়া থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পর আশরাফুল ইসলাম হিমেল নামে একজনকে আটক করে পুলিশ। এরপর গত শনিবার দিবাগত রাতে বিএনপি নেতা মন্টুকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
আজকের বাজার/এমএইচ