রাজশাহী পাশের হারে আর ঢাকা বোর্ড জিপিএ-৫ এ শীর্ষ

আজ সারা দেশে ১০ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাসের হারে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বোর্ড।

এসএসসিতে ২০০১ সাল থেকে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এ বছরও সেই হার ধরে রেখে ৪১ হাজার ৫৮৫ জন জিপিএ-৫ প্রাপ্ত হন।

রোববার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি ১০ শিক্ষা বোর্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

তিনি বলেন, রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৮৬ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭০ দশমিক ৪২ শতাংশ। ২০১৭ সালে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯০ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করে।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৭৭ দশমিক ১১ শতাংশ, যশোরে ৭৬ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রামে ৭৫ দশমিক ৫০ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭৭ দশমিক ৬২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৮০ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ ও কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

এবছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৪৯৮ জন, কুমিল্লায় ৬ হাজার ৮৬৫ জন, যশোরে ৯ হাজার ৩৯৫ জন, চট্টগ্রামে ৮ হাজার ৯৪ জন, বরিশালে ৩ হাজার ৪৬২ জন, সিলেটে ৩ হাজার ১৯১ জন এবং দিনাজপুর বোর্ডের ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ৩৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ৪ হাজার ৪১৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আজকের বাজার/এমএইচ