রাজশাহী বারে আওয়ামী পন্থীদের জয়

এবার নির্বাচনে তাদের পরিষদ থেকে সহসভাপতি পদে সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী; হিসাব সম্পাদক পদে আখতারুল আলম বাবু, গ্রন্থাগার সম্পাদক পদে মোহাম্মদ আলী, অডিট সম্পাদক পদে হেলাল আহমেদ ও প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক পদে জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই পরিষদ থেকে সদস্য পদে জয়লাভ করেছেন আসির উদ্দিন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।

অপরদিকে মোজাম্মেল-জমসেদ আলী পরিষদ থেকে শুধুমাত্র ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক পদে মনোয়ারা বেগম এবং সদস্য পদে এরশাদ আলী ও আফতাবুর রহমান জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে বিরতি থাকে এক ঘণ্টা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে তিনি সেখানে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুও পর্যবেক্ষণ করেন নির্বাচন।

আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনিই নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। কমিশনের অপর দুই সদস্য আবদুস সালাম ও শামীম হায়দার দারার উপস্থিতিতে এই ফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৫৫৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত এবং বিএনপি-জামায়াত সমর্থিত দুই প্যানেল থেকে ৪২ জন ছাড়াও স্বতন্ত্র ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এমআর/