রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শেখপাড়া-কাহারপাড়া সীমান্ত এলাকার পাটখেত থেকে গুলিতে তিন গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মুর্শিদাবাদের রানীনগর থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে নিহত ৩ জনই বাংলাদেশি গরু ব্যবসায়ী। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঙ্গলবার (৩ জুলাই) রাজশাহী সীমান্তে তারা নিহত হয়। মরদেহগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ভারতীয় গণমাধ্যম স্থানীয়দের বরাত দিয়ে বলছে, নিহতরা বাংলাদেশি গরু ব্যবসায়ী। তারা গরু আনতে সে দেশে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। পরে বিএসএফের গুলিতে দেশটির সীমান্ত এলাকায় তারা নিহত হন। পরে অজ্ঞাত হিসেবে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। বিএসএফ গুলি ছোড়ার দায় অস্বীকার করছে বলে জানিয়েছে রানীনগর থানা পুলিশ।

ঘটনাস্থলের উল্টো দিকে রাজশাহী জেলার চরমাঝারদিয়াড়, সোনাইকান্দি ও খরচাকা সীমান্ত। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, ওই দিন ভোরে তারা কাহারপাড়া-শেখপাড়া এলাকায় ব্যাপক গোলাগুলোর শব্দ পান। তবে তাদের এলাকার কেউ সেদিন গুলিতে মারা যাননি। নিহতরা বাংলাদেশি কি-না তাও নিশ্চিত করতে পারেননি এলাকাবাসী।

রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বলেন, ওই দিন ভারতের কাহারপাড়ার বিপরীতে বাংলাদেশের চরমাঝারদিয়াড়, সোনাইকান্দি ও খরচাকা এলাকার কেউ সীমান্ত অতিক্রম করেননি। তা ছাড়া এ ধরণের ঘটনা ঘটলে আমরা খবর পেতাম।

তিনি আরও বলেন, খোঁজ নিয়ে রাজশাহী বিজিবি জানতে পেরেছে নিহতরা ভারতের নাগরিক। এরপরও নিহতরা বাংলাদেশের নাগরিক কি-না সেটি জানতে সীমান্তের ওই এলাকায় সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে বিজিবি।

আরএম/