রাজস্থান রয়্যালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। গতরাতে আসরের ৫৪তম ম্যাচে কলকাতা ৬০ রানে হারিয়েছে রাজস্থানকে। এই হারে লিগ পর্ব থেকেই এবারের আসর শেষ করলো রাজস্থান। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান রাজস্থানের।
এই জয়ে লিগ পর্বের সব খেলা শেষে অর্থাৎ, ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এলো কলকাতা। টুর্নামেন্টের লিগ পর্বের শেষ দু’ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কলকাতা প্লে-অফে খেলার ভাগ্য। ১৩ ম্যাচে ১৪ করে পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌঁড়ে আছে ব্যাঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার সুযোগ থাকছে সানরাইজার্স হায়দারাবাদেরও।
ম্যাচে টস জিতে প্রথমে বল করতে নামে রাজস্থান। অধিনায়ক ইংল্যান্ডের ইয়োইন মরগানের বিধ্বংসী ব্যাটিংএ ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। ৩৫ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন মরগান। রাহুল ত্রিপািিট ৩৯ ও শুভমান গিল ৩৬ রান করেন। রাজস্থানের রাহুল তিওয়াটিয়া ২৫ রানে ৩ উইকেট নেন।
প্লে-অফে খেলার বাঁঁিচয়ে রাখতে জয় ছাড়া কোন পথ খোলা ছিলো না রাজস্থানেরও। কিন্তু ১৯২ রানের টার্গেটে কলকাতার বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রান করে তারা। কলকাতার পেসার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৩৪ রানে ৪ উইকেট নেন। রাজস্থানের পক্ষে ইংল্যান্ডের জশ বাটলার ৩৫ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন কামিন্স।