রাজাপাকসের দুদার্ন্ত ব্যাটিংয়ে ১৬১ রানের টার্গেট দিল কুমিল্লা

বঙ্গবন্ধু বিপিএলের ১৭তম ম্যাচে ঢাকা প্লাটুনকে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আগে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকসের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

দুই দলের প্রথম দেখায় কুমিল্লাকে ২০ রানে হারায় মাশরাফির ঢাকা প্লাটুন। আসরে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে দু’দল। দুটি করে জয়ে দু’দলেরই ঝুলিতে সমান ৪ পয়েন্ট। নেট রানরেটে এগিয়ে থেকে চারে আছে কুমিল্লা, পাঁচে ঢাকা।

জ্বরের কারনে ঢাকা প্লাটুনের হয়ে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অবশেষে সুস্থ হয়ে ঢাকার দলে ফিরেছেন তিনি।

এছাড়াও একাদশে ফিরেছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। বোনের বিয়ের কারনে ঢাকা পর্ব শেষেই দেশে ফিরে গিয়েছিলেন রিয়াজ। একাদশ থেকে বাদ পড়েছেন শ্রীলংকার থিসারা পেরেরা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।

আজকের বাজার/আরিফ