ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম খলিলুর রহমান। তিনি উপজেলা সদরের পশ্চিম বাদুরতলা এলাকার আমজেদ আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার সংলগ্ন কামারপট্টি এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আরেফিন জানান, সদরের বাজারে একটি স্টল নির্মাণ করছিলেন খলিল। রাতে স্থানীয়রা দক্ষিণ বাজার সংলগ্ন কামারপট্টি এলাকার একটি বাড়ির নিচে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ এখানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে থানার পরিদর্শক শামসুল আরেফিন জানান।
আজকের বাজার/একেএ