রাজারবাগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর রাজারবাগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের একটি চৌকস দল এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সশস্ত্র সালাম প্রদান করেন, বেজে ওঠে বিউগলের করুণ সূর। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়েন পুলিশ সদস্যরা।

আজকের বাজার/এমএইচ