গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় বিচারিক আদালতে ২ জনকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি জাহাঙ্গির হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদওয়ানুল আজাদ রানা ও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফয়সাল বিন নাইম দ্বীপ।
এছাড়াও বিচারিক আদলতে দেওয়া ১ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর, ১ জনের ৫ বছর ও ১ জনের তিন বছর কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।