১০ বছর আগে ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলেন মাশরাফি বিন মর্তুজা। শুধু টেস্ট নয়, বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটকেও। এখন শুধু খেলেন ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটেও আগামী মে-জুনের আগে বাংলাদেশের খেলা নেই। তাই লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকছেন মাশরাফি। এই ফাঁকা সময়ই কাজে লাগাতে চেয়েছিল স্টার স্পোর্টস।
আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট। আর এই টেস্ট ম্যাচে স্টার স্পোর্টস'র হয়ে বাংলায় ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল টাইগার দলের ওয়ানডে অধিনায়ককে। কিন্তু খেলা দেখতে কলকাতায় গেলেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাবে সাড়া দেননি মাশরাফি।
স্টার স্পোর্টসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তিনি, ‘আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি’। তবে ইডেনের গ্যালারিতে দেখা যাবে মাশরাফিকে। এ ব্যাপারটি নিশ্চিত করে তিনি জানান, ‘এই ম্যাচটি দেখার ইচ্ছা আছে। আশা করি, খেলার সময় আমি কলকাতাতেই থাকব’।
আজকের বাজার/আরিফ