বাসের চাপায় হাত হারানো রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৮ মে) বিআরটিসি ও স্বজন পরিবণকে এ অর্থ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আক মাসের মধ্যে ৫০ লক্ষ টাকা দেয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ৫ই এপ্রিল ঢাকায় দুই বাসের বেপরোয়া চালনার প্রতিযোগিতার মাঝে চাপা পড়েন রাজীব। ওই ঘটনায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দেয়। ১২ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে ১৬ই এপ্রিল রাতে মৃত্যু হয় রাজীবের।
এর আগে রাজীবের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে বহন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। রুলে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত হারানো রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
আরজেড/