ক্রিকেট জীবনে দীর্ঘদিনের সতীর্থ তারা। তবে সে সম্পর্কের চেয়ে জোরালো তাদের বন্ধুত্ব। তাই আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার যখন দুর্দান্ত পারফরম্যান্স করলেন টেস্টে ফিরে তখন বন্ধু মাশরাফি বিন মুর্তজা উচ্ছ্বাস প্রকাশ করবেন, এমনটাই তো স্বাভাবিক। প্রত্যাবর্তনের ম্যাচে রাজ্জাকের ৪ উইকেট নেওয়ায় এদিন বন্ধুকে উৎসর্গ করে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে উচ্ছ্বাসের প্রমাণ রাখেন মাশরাফি। আর তাই দেখে কেবল হাসলেন রাজ্জাক।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের জার্সি গায়ে প্রায় সাড়ে তিন বছর পর ফিরলেন রাজ্জাক। আর সাদা জার্সিতে চার বছর। ফেরার ম্যাচে দ্বিতীয় ওভারেই বল হাতে তার। নিজের তৃতীয় ওভারে পেলেন উইকেট। থেকে থাকেননি সেখানে। এরপর দ্বিতীয় স্পেলের প্রথম দুই বলেই উইকেট। এরপর আরও একটি। লঙ্কান টপ অর্ডার তার বোলিং তোপেই শেষ।
এরপরই নিজের ব্যক্তিগত ফেসবুকে প্রোফাইলে মাশরাফি লিখেছিলেন, ‘৩৫ বছর ২৩৮ দিন এই বয়সটা অনেক প্রশ্নের উত্তর দিল,আর আমার উপলদ্ধি তোকে দেখে আরও কিছু করতে মন চায় আর অভিজ্ঞতা বলে নিজেকে খুশি রাখ অন্যকে না,শুধু হাত তালি না দিয়ে পারলে কিছু শিখ। সাবাস খান সাবাস।’
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭