মিসিসিপি সিনেটে রোববার আইনপ্রণেতারা রাজ্য পতাকা থেকে কনফেডারেট প্রতীক অপসারনের পক্ষে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গভীর কালো বর্ণবাদের প্রতিফলন থাকা এই প্রতীক বাতিলের পক্ষে ৩৭ ভোট ও বিপক্ষে ১৪ ভোট পড়ে।
ডেমোক্রেট সিনেটর জন হর্ন বলেছেন, পতাকা পরিবর্তনের মধ্য দিয়ে দেশের অতীত বর্ণবাদের প্রভাব মুছে ফেলা যাবে না। তবে এটি একটি বড়ো ধরণের
পদক্ষেপ। আর এর মধ্যদিয়ে আমরা প্রত্যেকের ঈশ্বর প্রদত্ত মানবতা ও আত্মগুণের স্বীকৃতি দিতে পারবো।
এদিকে একইদিন প্রতিনিধি পরিষদেও বিলটি ৯১-২৩ ভোটে পাশ হয়। এখানে নয় সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠনের আহ্বান জানানো হয় যারা নতুন পতাকার ডিজাইন করবেন।