রাজ-শুভশ্রীর বাগদান, যা ছিল অতিথিদের মেনুতে

পরিচালক-অভিনেত্রীর আংটি বদল নিয়ে এখন রীতিমতো সরগরম টলিউড। অনেক জলঘোলার পর অবশেষে গত মঙ্গলবার রাজ চক্রর্বতীর সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। রাজ চক্রর্বতীর নিজের বাড়িতেই হয়েছে রেজিষ্ট্রি। প্রথা মেনে আগামী ১১ মে তারা বিয়ে করতে চলেছেন।

এই সময় এক প্রতিবেদনে জানায়, স্বাভাবিকভাবেই এই সেলিব্রিটি দম্পতির বাগদান পর্বের মেনু ছিল নজরকাড়া। শুরুতেই ছিল চিকেন টিক্কা, ফিশ পেপার সল্ট, টমেটো স্যুপ, মটন গলৌটি কাবাব, ক্রিস্পি চিলি বেবি কর্ন। মেন কোর্সে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পাস্তা,ধনিয়া গ্রিন চিলি মুর্গ, বাসন্তি পোলাও, গ্রিলড ভেটকি উইথ পার্সলে লেমন বাটার, কেরালা মটন পেপার ফ্রাই এবং চাটনি।

ডেজার্টেও ছিল চমক। চকোলেট মন্টে কার্লো, ছানার মালপোয়া, রাবড়ি এবং জিলিপি। বাগদান পর্বে উপস্থিত ছিলনে টেলি জগতের অনেক তারকাই। বাগদান পর্বে চমকের পর সকলেই অপেক্ষা করেছেন এই দম্পতির বিয়ের জন্য।

আজকেরবাজার/এসকে