রাণীশংকৈলে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নয়ন (২৬), মিলন (২৪) ও রফিক (২২) নামে তিন প্রতারককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম। আটক নয়ন ওই উপজেলার শিবদীঘি দক্ষিণ সান্ধ্যরাই গ্রামের বেলাল হোসেনের ছেলে, মিলন একই এলাকার রফিকউদ্দীনের ছেলে এবং রফিক একই এলাকার মৃত লাল মিয়া ছেলে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, আটক ওই তিনজন ব্যাক্তি দির্ঘদিন ধরে উপজেলা ও আশেপাশের এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এবিষয়ে অনেকেই থানায় অভিযোগ করলে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ। এই চক্রের সাথে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।