রোববার ২৬ নভেম্বর রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দিনের আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বলেন, রোববার আকাশ পরিস্কার থাকতে পারে। তবে দেশের কোনো কোনো অঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে।
নিঝুম রোকেয়া আহমেদ বলেন, আকাশ পরিস্কার থাকতে পারে। তবে দেশের কোনো কোনো অঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না ।
অাজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে অার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭