রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

Bolts Thunderstorm Lightning Weather Rain Storm

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে পূর্বাভাসে বলা হয়, ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিকে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নি¤œচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে এবং ঘনীভূত হয়ে গভীর নি¤œচাপ আকারে আজ সকাল ৬ টা থেকে দক্ষিণপূর্ব ও এর কাছাকাছি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাঝাকাছি এলাকায় অবস্থান করছে।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মাইজদীকোর্টে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৯ মিনিটে।