আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে,দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বড় একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছকাছি এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাতে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৪ মিনিটে।