দেশে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। ১৬ অক্টোবর রোববার আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমস বন্ধে আদালতে রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দিল আদালত। একইসঙ্গে ব্লু হোয়েল গেমসের সব লিংক ৬ মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এর আগে রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লবসহ তিন আইনজীবী ব্লু হোয়েল গেম বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আদালত আজ এ রায় দেয়।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সকল মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ঢাকায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার নেপথ্যে ব্লু হোয়েলকে দায়ী। যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। যদিও ওই ছাত্রীর মৃত্যুর জন্য ব্লু হোয়েল গেমের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।
ব্লু হোয়েল গেইম মূলত ইন্টারনেটভিত্তিক একটি ভিডিও গেম। বিশ্বের বিভিন্ন দেশে এই গেম খেলে ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কোনো ঘটনাতেই শতভাগ প্রমাণ পাওয়া যায়নি।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭