রাজধানী ঢাকার আবাসিক এলাকা ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এসব এলাকায় গাড়ির গতি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০ কিলোমিটার।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধ করতে হবে। স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে চলার সময় হর্ন বাজানো যাবে না। এছাড়া দেশে হাইড্রোলিক হর্নের উৎপাদন বন্ধেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আদেশে।
রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, হর্ন বাজানো ও গতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বন্ধের বিষয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন,তাদের জন্য এ বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহা পরিদর্শককে।
তিনি বলেন, আদালত হাউড্রোলিক হর্ন বন্ধের জন্য ঢাকার কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবেরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারক দল) গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ২রা ফেব্রুয়ারি এ বিষয়ে আবার শুনানি হবে।
গত ২৩ আগস্ট এই রিট আবেদনের শুনানি করে রুল দেয় হাইকোর্ট। হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলে দেওয়া হয়। গত ৮ অক্টোবর প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টরা।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেই রিট মামলার শুনানিতেই হাইকোর্টের এই নির্দেশনা।
আজকের বাজার:এলকে/১৪ ডিসেম্বর ২০১৭