রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিরতির পর স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রেলিগেশন। স্তাদিও দি গ্রানে ম্যাচ শুরু রাত সাড়ে ১০টায়।

৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ইনজুরি সমস্যা নেই লস ব্ল্যাঙ্কোসদের। তবে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না দানি কারবাহাল। ২৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে অপেক্ষাকৃত দুর্বল লাস পালমাস। ওদের মাঠে জয়ের জন্যই নামবে জিদানের দল।

রাত পৌনে ১ টায়  সেভিয়ার মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। ইনজুরির কারণে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে ইতালি আর স্পেনের বিপক্ষে খেলতে পারেননি মেসি। বার্সা ভক্তদের জন্য সুখবর হচ্ছে এই ম্যাচে খেলার জন্য ফিট দলের সেরা তারকা।

ঘরের মাঠে জয় চাইছে সেভিয়া। অবশ্য পরিসংখ্যানে ডের এগিয়ে কাতালারা।

আজকের বাজার/আরজেড