ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সোমবারের খেলায় রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টের চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার হায়দ্রাবাদের মাঠে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার নেতৃত্বে দারুণভাবেই এগিয়ে চলছে হায়দ্রাবাদ।
৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। আর ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের এ অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। এরই মধ্যে টি-টুয়েন্টির বিরল এক রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি।
ক্যারিবিয় অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ সংস্করণে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ স্পর্শ করেছেন তিনি। এছাড়া আইপিএলে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু এবারকার আসরে শুরু থেকেই ধুকছে। ৯ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা।
এস/