রাতে মাঠে নামছে দুই টেবিল টপার

লা লিগায় লা পালমাস-বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল দুই হাই ভোল্টেজ ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে।।

লা লিগায় লা পালমাসের বিপক্ষে টেবিলটপার বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক টেবিলটপার ম্যানচেস্টার সিটি খেলবে আর্সেনালের বিপক্ষে। গানারদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত পৌনে দুইটায়।

মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে তারা। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপাটা খোয়ালেও এবার কাউকে নিজেদের ধারেকাছে পৌঁছাতে দেয়নি আর্নেস্টো ভালভার্দের ছেলেরা।

পয়েন্ট টেবিলে সবার ওপরের জায়গাটা ধরে রেখেছে প্রায় পুরো মৌসুম জুড়েই। লা পালমাসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থেকেই নামছে কাতালানরা।

তবে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ তাদের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পেছনে। তাই প্রতিপক্ষ লা পালমাস নয়, আপাতত বার্সা ম্যানেজার আর্নেস্টো ভালভার্দের দুশ্চিন্তা আতলেতিকোকে নিয়ে।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল। গানারদের সাথে ইংলিশ জায়ান্ট তকমা থাকলেও এবারের মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ২৭ ম্যাচের ১৩টি জিতে তারা আছে টেবিলের ছয়ে।

তবে ম্যানচেস্টার সিটি এবার ছেড়ে কথা বলেনি কাউকে। তারাও খেলেছে ২৭ ম্যাচ। তবে জয়ের ২৩টাতেই। পুরো মৌসুমে মোটে একটি ম্যাচে হার পেপ গার্দিওলার শিষ্যদের। আর সে কারণেই আর্সেনাল বস ওয়েঙ্গার যত কারসাজিই করেন না কেন, বৃহস্পতিবারের ম্যাচে ফেভারিট সিটিজেনরাই।

দুই ইংলিশ জায়ান্টের আগের ৫ দেখার হিসেবে বলছে, ৩টিতে জিতেছে ম্যানসিটি। একটিতে আর্সেনালের জয় আর এক ম্যাচ ড্র। তবে সবশেষ দুই ম্যাচে সিটিজেনদের কাছে ৩-০ গোলে হেরেছে এমিরেটস স্টেডিয়ামের দলটা।

আরএম/