রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

রাতে বাচাঁ-মরার লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা জেতা খুবই জরুরী হয়ে উঠেছে মেসিদের। দু’দলের এ হাইলোল্টেজ লড়াইয়ের জন্য অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সরাসরি, রাত ১২টা।

ফুটবল প্রেমীদের মনে ঝুলছে হাজারো প্রশ্ন সেই সাথে মেসিদের বিশ্বকাপও স্বপ্ন সুতোয় ঝুলছে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হেরে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ই পারে মেসিদের পরের রাউন্ডে ওঠাতে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েণ্ট নিয়ে একেবারে খাদের কিনারায় এই দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ ব্যবধানে হেরেই টালমাটাল অবস্থায় আর্জেন্টিনা।

২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার জিতেছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০১৫ সালে এই পুরস্কারটা জিতেছেন পঞ্চমবারের মতো। একের পর এক রেকর্ড গড়ে আর মাইলফলক পাড়ি দিয়ে হয়ে উঠেছেন এসময়ের অন্যতম সেরা ফুটবলার।

তার হাত ধরে বিশ্বকাপ ও কোপা আমেরিকায় মোট তিনবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। একবারও শিরোপা জেতায় হয়নি ভিনগ্রহের এই ফুটবলারের। বিশ্বকাপের শিরোপা জয়ের মিশন নিয়ে আর্জেন্টিনা রাশিয়ায় এসেছে। অবশ্য তাদের শুরুটা ভালো হয়নি। গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ভালো ব্যবধানে জিততে পারলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে তারা।