বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ এবার অতিথি হয়েছেন ন্যানসি। বুধবার ০৩ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। গানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের সাথে আড্ডাও দিবেন।
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটির প্রযোজক নাহিদ আহমেদ বিপ্লব জানান, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে ন্যানসির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি শিল্পী তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
ন্যানসির সঙ্গীতজীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা প্রকাশিত হয়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আজকের বাজার: আরআর/ ০৩ জানুয়ারি ২০১৮