রাতে মেক্সিকোর বিপক্ষে নকআউট পর্বে মাঠে নামছে ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে আগেই নেমে গেছে আর্জেন্টিনা ও পর্তুগাল দলগুলো। তাই এখন সব ষোলকলা পূরণ করতে থাকছে ব্রাজিল। নেইমারদের এ লড়াইয়ে যেমন থাকছে দুশ্চিন্তার ছাপ ঠিক তেমনি থাকছে ফুটবল প্রেমিদের অপেক্ষা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সরাসরি, রাত ৮টা।
ফুটবল বিশ্বকাপ ২০১৮ বেলজিয়াম-জাপান ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সরাসরি, রাত ১২টা। দেখতে পাবেন মাছরাঙা টিভি, সনি ইএসপিএন।
আজকের বাজার/আরআইএস