ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। রাশিয়ার নভগোরদে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।
ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। বিপরীতে আইসল্যান্ডের সঙ্গে ড্র করায় বিশ্বকাপ অভিযানে দুশ্চিন্তায় আলবিসেলেস্তেরা।
আসরের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বরফে এক পয়েন্ট জমা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। এই এক পেনাল্টি মিসে। ম্যাচটিও মিস করেছে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে সাদা চোখে ধরা পড়েছে আর্জেন্টিনার ডিফেন্সের দুর্বলতা। আর মাঝ মাঠের সেনানিরা ছিলেন ছন্নছাড়া। তাই এক মেসি নয়। প্রত্যাশার প্রাপ্তি মেলাতে হলে দলীয় ফুটবল খেলতে হবে আর্জেন্টিনাকে।
একাদশ আর কৌশলে ব্যাপক পরিবর্তন আনছেন কোচ সাম্পাওলি। রোহো,বিলগিয়া আর ডি মারিয়ারা গেল ম্যাচে নিজেদের ছায়ায় ঢাকা পড়েন। তাই একাদশে আসছে তিনটি পরিবর্তন। জয়ের ব্যাপারে আপোষহীন আর্জেন্টিনা। এমন অবস্থায় রক্ষাণত্বক কৌশল থেকে কোচ সাম্পাওলি’র এবারের ফর্মূলা। অ্যাটার্কিং ফুটবল। অর্থাৎ ৩-৪-৩ ফরমেশন। এবার গোল করার দায়িত্ব সার্জিও আগুয়োরোর একার নয়। তরুণ পাবোনের সাথে থাকবেন লিওনেল মেসি।
অন্যদিক, নাইজেরিয়াকে হারিয়ে ‘ডি’গ্রুপের পয়েন্ট টেবিলের টপে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা যেখানে এ ম্যাচে চাপে/ সেখানে বেশ আত্মবিশ্বাসী লুকা মডরিচের দল। দলটিতে তারকার ছড়াছড়ি। একক কোন ফুটবলারের ওপর নির্ভর নয় তারা। ৯৮ বিশ্বকাপের প্রথমবার খেলতে এসেই ক্রোয়েশিয়া উঠেছিলো সেমিফাইনালে। এরপর অবশ্য তিন বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা ডিঙ্গাতে পারেনি। এবার দলটির মাঝে অনেকেই সম্ভাবনা দেখছেন দারুণ। তবে, হ্যাঁ, ৯৮ এই আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের একবারের সাক্ষাতে হেরেছিলো ক্রোয়েশিয়া। কিন্তু, রাশিয়া বিশ্বকাপে তো পরিসংখ্যান দিন দিন উল্টো যাচ্ছে। তাই অদৃশ্য ভয় থাকছেই আর্জেন্টাইন তাবুতে।
কিন্তু, এ সবকিছুই তুচ্ছ হতে পারে। ঐ একজনের কাছে। যদি মেসি নামক ফুটবল বিস্ময় জ্বলে উঠেন দার দিনে।
আজকের বাজার/আরআইএস